২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব অর্থায়নে দিঘলিয়া উপজেলায় অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত/ প্লাবনভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে জলাভূমি নির্বাচন ও পোনামাছ সংগ্রহ কমিটির ০৩/০৯/২০২৩ খ্রি: তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক প্রকৃত পোনামাছ চাষি/পোনা ব্যবসায়ী/পোনা সরবারহকারীগণের নিকট হতে = ১,৯০,০০০/-(একলক্ষ নব্বই হাজার) টাকা সমমূল্যের জীবন্ত পোনামাছ ক্রয়ের জন্য কোটেশন আহ্বান করা যাচ্ছে। আগামী ১০ সেপ্টেম্বর ২০২৩খ্রি. তারিখ রোজ রবিবার বেলা ১১:০০ ঘটিকার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে কোটেশন দাখিল করতে হবে এবং ওই দিন বেলা ১১:৩০ ঘটিকায় উপস্থিত কোটেশনদাতার সম্মুখে (যদি কেউ থাকেন) কোটেশন খোলা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS