Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

মৎস্য অধিদপ্তর বাংলাদেশ সরকারের অধীনে কাজ করে এবং মৎস্য উৎপাদন ও ব্যবসার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান করে। মৎস্য অধিদপ্তরের মিশন ও ভিশন হল দেশের মৎস্য খাতে একটি লাইফ লাইন সৃষ্টি করা, একটি উন্নয়নশীল মৎস্য খাত বিনির্মানে প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি করা ও জনগণকে নিরাপদ আমিষ সরবরাহ করা। এছাড়াও, মৎস্য খাতে স্বাবলম্বী এবং ফ্লেক্সিবল একটি প্রশাসনিক এবং প্রযুক্তিগত নেটওয়ার্ক সৃষ্টির মাধ্যমে মানসম্পন্ন ও নিরাপদ মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় মুক্ত জলাশয়ের মাছের নিরাপদ স্থায়িত্বশীল পুনরুৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক এবং আর্থিক উন্নয়নের সমন্বয়ে দেশের জনগণের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি মৎস্য অধিদপ্তর সকল মৎস্য খাতে জনগণের স্বাস্থ্য এবং পৃথিবীর সম্পূর্ণ পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করে। এছাড়াও, মৎস্য অধিদপ্তর একটি সুসংগঠিত নেটওয়ার্ক সৃষ্টি করে যাতে দেশের মৎস্য উৎপাদন ও বিতরণ সঠিকভাবে পরিচালিত হতে পারে। মৎস্য অধিদপ্তরের উপজেলা পর্যায়ের প্রশাসনিক ও নির্বাহী ইউনিট হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মিশন ও ভিশন নিম্নরূপঃ-

ভিশন:

নিরাপদ মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মৎস্যজাত উৎস হতে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধি এবং প্রাকৃতিক মৎস্যের স্থায়িত্ব নিশ্চিত করা।

মিশন:

মৎস্য ও চিংড়িসহ অন্যান্য জলজ সম্পদের স্থায়িত্বশীল ও নিরাপদ উৎপাদন বৃদ্ধি করে দেশের পুষ্টি চাহিদা পূরণ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং অভীষ্ঠ জনগোষ্ঠীর অংশগ্রহণে উম্মুক্ত জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রাপ্ত সুফলের মাধ্যমে দরিদ্র মৎস্যজীবী ও মৎস্যচাষী তথা বাংলাদেশের আর্থ সামাজিক ক্ষেত্রে কাংক্ষিত উন্নয়ন সাধন।